১২ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৩, ১১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:২৪, ১১ জানুয়ারি ২০২৬

গণভোটে ‘হ্যাঁ’ দিতে এনসিপি নেতা আল আমিনের আহ্বান

গণভোটে ‘হ্যাঁ’ দিতে এনসিপি নেতা আল আমিনের আহ্বান

সংস্কারের পক্ষে আসন্ন গণভোটে প্রবাসী বাংলাদেশিদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপি-জামায়াত ও সমমনা ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

শনিবার (১০ জানুয়ারি) রাত ১০টায় এনসিপি নারায়ণগঞ্জ ডায়াস্পোরা ফোরামের উদ্যোগে আয়োজিত এক ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আব্দুল্লাহ আল আমিন বলেন, এবারই প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন। তিনি জানান, এখন পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার প্রায় ২৪ হাজারের বেশি প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

তিনি আরও বলেন, অতীতে এই আসনে একাধিক প্রভাবশালী ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলেও এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, পাশাপাশি সন্ত্রাস ও চাঁদাবাজির মতো সমস্যা থেকে জনগণ মুক্তি পায়নি।

আব্দুল্লাহ আল আমিন বলেন, “এখন সময় এসেছে দেশকে নতুনভাবে গড়ে তোলার। সংস্কারের প্রশ্নে এই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিদেশে অবস্থানরত নারায়ণগঞ্জ জেলার সকল প্রবাসী ভোটারকে আমি আহ্বান জানাই—গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে অবস্থান নিন এবং নারায়ণগঞ্জ–৪ আসনের জন্য তরুণ, পরিশ্রমী ও নিষ্ঠাবান নেতৃত্বকে সমর্থন দিন।”

সভায় আরও বক্তব্য দেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক ও জাপান শাখার আহ্বায়ক যুবায়ের বিন সরদার। সভার সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও ইউরোপ প্রতিনিধি, বেলজিয়ামপ্রবাসী ওমর ঢালী।

সভায় পর্তুগাল, ফ্রান্স, দুবাই, সিঙ্গাপুর, জাপান, কাতার, ইতালি ও বেলজিয়ামসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত নারায়ণগঞ্জ জেলার প্রবাসীরা অংশ নেন।

সর্বশেষ

জনপ্রিয়