১২ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫৪, ১১ জানুয়ারি ২০২৬

আপডেট: ২১:৫৬, ১১ জানুয়ারি ২০২৬

‘হ্যাঁ’ ভোটে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান মাওলানা জব্বারের

‘হ্যাঁ’ ভোটে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান মাওলানা জব্বারের

‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসচেতনতা সৃষ্টি এবং দলীয় ও জোট প্রার্থীদের বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার।

রোববার (১১ জানুয়ারি) বাদ মাগরিব নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত এক দায়িত্বশীল বৈঠকে তিনি এ আহ্বান জানান।

মাওলানা আবদুল জব্বার বলেন, “ছাত্র-জনতার তাজা রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেখানে আর যেন কেউ স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। ন্যায় ও ইনসাফের পক্ষে হ্যাঁ ভোট দিয়ে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের ফিরে আসার সব পথ বন্ধ করতে হলে জনগণকে হ্যাঁ ভোটের বিষয়ে সচেতন করতে হবে। পাশাপাশি যেখানে জামায়াতের নিজস্ব প্রার্থী এবং জামায়াত-জোটের প্রার্থী রয়েছে, সেখানে সর্বোচ্চ শক্তি দিয়ে তাদের বিজয়ী করার জন্য মাঠে কাজ করতে হবে।”

মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, কর্মপরিষদ সদস্য মাওলানা ওমর ফারুক ও হাফেজ আব্দুল মোমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়