১২ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৩, ১১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৪৪, ১১ জানুয়ারি ২০২৬

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চারজন

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চারজন

নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানিতে নারায়ণগঞ্জের দুইটি সংসদীয় আসনের চারজন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। রোববার ও সোমবার (১০ ও ১১ জানুয়ারি) ইসিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে শুনানি শেষে নির্বাচন কমিশন তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

বৈধতা পাওয়া প্রার্থীরা হলেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী নাহিদ হোসেন এবং নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনে জাতীয় পার্টির প্রার্থী ছালাউদ্দিন খোকা মোল্লা, গণঅধিকার পরিষদের প্রার্থী আরিফ ভূঁইয়া ও বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী সেলিম আহমেদ।

এর আগে, গত ৩ জানুয়ারি যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির বিভিন্ন ত্রুটি ও আপত্তির কারণে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। পরে রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে চার প্রার্থী নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন।

সর্বশেষ

জনপ্রিয়