আবুল কালামকে ‘কুক্ষিগত’ করার চেষ্টার অভিযোগ টিপুর
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু অভিযোগ করেছেন, একটি মহল নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের নির্বাচনকেন্দ্রিক কর্মকাণ্ডকে সীমাবদ্ধ ও কুক্ষিগত করে রাখার চেষ্টা করছে।
রোববার (১১ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, কেউ যদি নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম ভাইয়ের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রেখে, দলের দীর্ঘদিনের ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মী এবং মূল বৈধ কমিটিকে পাশ কাটিয়ে ব্যক্তিগত লোক দিয়ে নির্বাচন পরিচালনা করতে চায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করা হবে।
তিনি বলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ১৭টি ওয়ার্ড, ৭টি ইউনিয়ন, ২টি থানা, ১টি উপজেলা এবং ১১টি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ইতোমধ্যে ধানের শীষের পক্ষে মাঠে কাজ শুরু করেছেন এবং নির্বাচন দিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অ্যাডভোকেট টিপু আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবহিত করা হবে। একই সঙ্গে তিনি মূল স্রোতের বৈধ কমিটির বিএনপি ও অঙ্গসংগঠনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সজাগ, সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।





































