০৭ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০৬, ৫ জানুয়ারি ২০২৬

ফতুল্লায় পিস্তল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফতুল্লায় পিস্তল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন দরগা বাড়ি মসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে ২২২ পিস ইয়াবা ট্যাবলেট, একটি পিস্তল ও দুই রাউন্ড ম্যাগাজিনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় নারায়ণগঞ্জের পরিদর্শক কাজী মো. কামরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম মোহাম্মদ শরীফ হোসেন (৩৩)। তিনি ফতুল্লার দরগা বাড়ি মসজিদ রোড এলাকার শাহাবুদ্দিন মিয়ার ছেলে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, শরীফ হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মাদক ও অস্ত্র মামলার তথ্য রয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে একটি দা ও একটি কুড়ালও উদ্ধার করা হয়।

অভিযান শেষে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, উদ্ধারকৃত অস্ত্র, ইয়াবা ট্যাবলেট ও গুলিসহ গ্রেপ্তারকৃত আসামিকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি এজাহার দায়ের করেছে।

সর্বশেষ

জনপ্রিয়