সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়া স্মরণে কাঙালি ভোজ
বাংলাদেশের প্রথম নারী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সিদ্ধিরগঞ্জে কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে।
কেন্দ্র ঘোষিত সাত দিনের শোক কর্মসূচির অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জ থানাধীন পাঠানটুলী বাসস্ট্যান্ডে নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনের মৈত্রী চত্বরে গড়ে ওঠা শোক মঞ্চে এ আয়োজন করা হয়।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বাদ জোহর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ ও ১০ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
এসময় বায়তুল মামুর (কবরস্থান) জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা মো. আব্দুর রহিমের তত্ত্বাবধানে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রায় দেড় হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক শরিফুল হাসান রোকনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মো. রেজা রিপন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমূল হক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য সোহেল খন্দকার, নাসিক ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন ভূঁইয়া, ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়া, দুলাল বারী, আইলপাড়া পাঠানটুলী ব্যবসায়ী সমিতির সভাপতি মো. করিম উল্লাহ, নতুন আইলপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি হাজী আবু মুছা, ১০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. আবুল হোসেন, আব্দুল আলী ফকির স্মৃতি সংসদের প্রধান সমন্বয়ক গোলাম মোস্তফা সাচ্চু, ১০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা বিপ্লব হোসেন খান, নূরুল ইসলাম সুরজ, বাবুল ভূঁইয়া, গোলাম মুর্তজা আকাশ, সেলিম, দিদারসহ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং নাসিক ৮ ও ১০ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।





































