সিদ্ধিরগঞ্জে বিজয় দিবসে জাগরণী সংসদের ক্রীড়া প্রতিযোগিতা
মহান বিজয় দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে জাগরণী সংসদের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকায় জাগরণী সংসদ প্রাঙ্গণে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়া জুলহাস।
এ সময় উপস্থিত ছিলেন জাগরণী সংসদের সভাপতি এনামুল হক ভূইয়া বাদল, সহ-সভাপতি মমতাজ উদ্দিন মন্তু, কামাল ভূইয়া, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কোষাধ্যক্ষ নাজমুল হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন মিজানুর রহমান টুটুল, মিন্টু সিকদার, দেলোয়ার হোসেন, রিপন, হাবিবুর রহমান, জয়নাল ভূইয়া, হিরু প্রধান, সুমন, সাজু, কালাম, ইমরান হাসান, সোহেল, শফিকুল ইসলাম, মাসুম প্রধান, আলমগীর হোসেন খোকা সিকদার ও অয়ন সিকদার প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, মহান বিজয় দিবসের চেতনা ছড়িয়ে দিতে এবং তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতেই এ আয়োজন করা হয়েছে।





































