১৫ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:২৬, ১৫ ডিসেম্বর ২০২৫

ফতুল্লায় ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ফতুল্লায় ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে মো. হানিফ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তার হেফাজত থেকে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

সোমবার (১৫ ডিসেম্বর) রাত ৩টা ১০ মিনিটে ফতুল্লা থানাধীন তল্লা গ্রীন রোড এলাকার কালামের চায়ের দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। 

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ খন্দকার জহির উদ্দিনের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর মিঠুন কুমার দত্ত, সোহেল মিয়া ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন।

আটক মো. হানিফ (৪০) ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার মৃত কাশেম আলীর ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিজ হেফাজতে মাদকদ্রব্য রাখার অভিযোগে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। সিডিএমএস পর্যালোচনায় ধৃত আসামির নামে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ

জনপ্রিয়