বন্দরে রাজমিস্ত্রিকে পিটিয়ে হত্যা: নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় চোর আখ্যা দিয়ে রাজমিস্ত্রি পারভেজকে (৩০) অমানবিক নির্যাতন ও পিটিয়ে হত্যার ঘটনায় নারীসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত বুধবার (২৬ নভেম্বর) দুপুরে নিহতের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে বন্দর থানায় মামলাটি দায়ের করেন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তারের তথ্য জানাতে পারেনি পুলিশ।
নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জ থানার বার্মাশীল এসও এলাকার মৃত তারা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বন্দর থানার ২৬ নম্বর ওয়ার্ডের সোনাচড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
গত রোববার (২৩ নভেম্বর) রাত ১টা থেকে সকাল সাড়ে ৬টার মধ্যে সোনাচড়া এলাকার মেসবাউদ্দিন ওরফে মেছের মিয়ার নবনির্মাণাধীন ভবনে এই হত্যাকাণ্ড ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কিছুদিন আগে বাদীর ভাই জাবেদ (২৩) মেছেরের নির্মাণাধীন ভবন থেকে একটি মোটর চুরি করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে মেছের, তার ছেলে মাহিন, স্ত্রী হাজেরা বেগমসহ অন্য অভিযুক্তরা জাবেদের পরিবারকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন।
রবিবার রাত ১টার দিকে রাজমিস্ত্রি পারভেজ কাজ শেষে মদনপুর থেকে হাঁটতে হাঁটতে বাড়ির পথে আসছিলেন। পথিমধ্যে মেছেরের বাড়ির সামনে পৌঁছালে অভিযুক্তরা তাকে চোর আখ্যা দিয়ে ভবনের ভিতরে ধরে নিয়ে আটক রাখে। রাতভর ধারালো ও ভোঁতা অস্ত্র দিয়ে পিটিয়ে নির্যাতনের পর তাকে হত্যা করা হয়। পরদিন সকালে নির্মাণাধীন ভবনের বারান্দার সামনে তার মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় তারা।
খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, “হত্যাকা-ের ঘটনায় মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”





































