বন্দরে চোর সন্দেহে দুই যুবক আটক
নারায়ণগঞ্জের বন্দরে চোর সন্দেহে দুই যুবককে আটক করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে বন্দর উপজেলার রামনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরদিন বুধবার (৫ নভেম্বর) দুপুরে পুলিশ আইন ৩৪ ধারায় তাদের আদালতে প্রেরণ করা হয়।
আটকরা হলেন বন্দর থানার রামনগর এলাকার মৃত আব্দুল কাইয়ুম মিয়ার ছেলে রাকিব (৩০) এবং একই থানার এলকো এলাকার মৃত রহিম মিয়ার ছেলে বাধন (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক দুই যুবক দীর্ঘদিন ধরে বন্দর থানার বিভিন্ন এলাকায় অটোরিকশা ও ইজিবাইক চুরির সঙ্গে জড়িত ছিল।





































