অতিরিক্ত বৃষ্টিপাতে বন্দরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। পয়ঃনিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা।
এছাড়াও বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া, চর ঘারমোড়া, বুরুন্দী, ১নং মাধবপাশা, কান্দীপাড়া, হাজরাদী চাঁনপুর, শান্তিনগর, চর ধলেরশ্বরী, কলাগাছিয়া ও মহনপুরসহ আশপাশের এলাকাগুলো নতুন করে প্লাবিত হয়েছে।
অতিরিক্ত বৃষ্টিপাতের প্রভাবে বন্দরের শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিতে বন্দরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কর্মজীবী মানুষ, দিনমজুর ও শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টির সময় বন্দরের অধিকাংশ রাস্তাই ছিল জনশূন্য।
দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভোগা দক্ষিণ ঘারমোড়া এলাকার বাসিন্দা শ্যামল মাস্টার বলেন, “ভালো ড্রেনেজ ও পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। এখন পুরো এলাকায় কৃত্রিম বন্যা দেখা দিয়েছে।”
অন্য এক বাসিন্দা সোহেল ইসলাম বলেন, “এই সমস্যা অনেক পুরোনো। বৃষ্টি হলেই ঘরবাড়ি পানিতে ডুবে যায়, নামাজ পড়তেও মসজিদে যেতে পারি না।”
ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।