রূপগঞ্জে শিক্ষার্থীদের সড়ক সচেতনতা সমাবেশ

“পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়”- এই প্রতিপাদ্যে শিক্ষার্থীদের সড়ক সচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ নারায়ণগঞ্জ জেলা শাখার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের নাহাটি এলাকার জামিয়া হাশেমীয়া ইমদাদুল উলুম নাহাটি মাদরাসা অডিটোরিয়ামে এ সভা হয়।
সভায় মাদরাসার মুফতি ইমদাদুল হাশেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নিসচা নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক জামান মিয়া, সমাজসেবক নজরুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ গোলাম সাদেক, যুগ্ম সম্পাদক ও সাংবাদিক সোহেল কিরণ, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, প্রকাশনা সম্পাদক রমজান মৃধা ও কার্যকরী সদস্য হাবিবুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা আজ জাতীয় সংকটে পরিণত হয়েছে। প্রতিবছর হাজারো মানুষ সড়কে প্রাণ হারাচ্ছেন, অনেকে আজীবনের জন্য পঙ্গু হচ্ছেন। একটি দুর্ঘটনা শুধু একজন নয়, পুরো পরিবারকে কষ্ট দেয়। তাই সবাইকে ট্রাফিক আইন মেনে চলা ও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।