চালের ফুটো মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লায়লা (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে কাশীপুর ইউনিয়নের হাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লায়লা হাজীপাড়া এলাকার মৃত আব্দুল রব মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঘরের চালের ফুটো মেরামতের জন্য লায়লা ছাদে উঠে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ছটফট করতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যুর সংবাদ পেয়েছি। তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”