২৬ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫৬, ২৪ জুলাই ২০২৫

আড়াইহাজারে এক রাতে ছয় বাড়িতে গণডাকাতি

আড়াইহাজারে এক রাতে ছয় বাড়িতে গণডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্ম‌ন্দি ইউনিয়‌নের দীঘলদি গ্রামে একই রাতে ছয়টি বাড়িতে গণডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৩ জুলাই) গভীর রাতে মুখোশধারী সশস্ত্র ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা নগদ ও সাড়ে ৮ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়।

এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে ৭–৮ জনের একটি মুখোশধারী দল প্রথমে আখতার হোসেন ঢালীর বাড়িতে হানা দেয়। দরজা ভেঙে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা ১ লাখ ৫০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণ, ২টি ল্যাপটপ ও মোবাইলফোন লুট করে।

এরপর ধারাবাহিকভাবে তারা আব্দুস সাত্তার ভূঁইয়ার বাড়ি থেকে ২০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণ, জামান ডাক্তারের ভাড়াটিয়ার বাসা থেকে ১০ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণ, সজল ভূঁইয়ার বাড়ি থেকে ১ ভরি স্বর্ণ ও নগদ টাকা, এবং নারিংদী এলাকার দুটি বাড়ি থেকেও মূল্যবান মালামাল লুট করে।

ভুক্তভোগীরা জানিয়েছেন, ডাকাত দলের সদস্যদের বয়স আনুমানিক ২২ থেকে ২৮ বছরের মধ্যে। প্রত্যেকের মুখে কালো কাপড় বাঁধা ছিল এবং তারা সবাই ছিল সশস্ত্র।

এ বিষয়ে ভুক্তভোগী ও দীঘলদি গ্রামের বাসিন্দা মুহাম্মদ উজ্জল খান বলেন, “আড়াইহাজারে ডাকাতির ঘটনা এখন নিয়মিত। এলাকাবাসী রাতে জেগে পাহারা দিলেও মূল সমস্যা হলো, পুলিশ অপরাধীদের ধরতে ব্যর্থ হচ্ছে। কেউ ধরা পড়লেও আইনগত দুর্বলতায় ছাড়া পেয়ে যায়। আড়াইহাজারকে ডাকাতের স্বর্গরাজ্য বললে ভুল হবে না।”

ডাকাতির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রতি সপ্তাহেই কোনো না কোনো এলাকায় ডাকাতি ঘটছে, অথচ প্রশাসনের কোনো দৃশ্যমান তৎপরতা নেই।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ বা মামলা করেননি।”

সর্বশেষ

জনপ্রিয়