রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ দুই ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল ও একটি গুলি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন—আড়াইহাজার উপজেলার ভাটিবালিয়াপাড়া এলাকার মো. সেলিমের ছেলে মোহাম্মদ সাব্বির (২৩) এবং ফজলুর করিমের ছেলে মোহাম্মদ ইউনুস।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, “বালিয়াপাড়া এলাকায় একটি ডাকাতদল গাছ ফেলে সড়কে অবরোধ তৈরি করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি গুলি উদ্ধার করা হয়েছে।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।