রূপগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন দৈনিক নওরোজ পত্রিকার সাংবাদিক নাজমুল হোসেন। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে থানায় দায়ের করা অভিযোগে বলা হয়, দুপুর ১২টার দিকে রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক নাজমুল হোসেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিকান্ত সরকার দীপক ও তার বন্ধু ফজলু মিয়া তাকে গালিগালাজ করেন এবং মারধরের চেষ্টা করেন। একপর্যায়ে সাংবাদিককে লাঞ্ছিত করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
সাংবাদিক নাজমুল হোসেন বলেন, “আমি নিজ পরিচয় দিয়ে তথ্য সংগ্রহে গেলে প্রধান শিক্ষক ও তার সহযোগী আমার উপর চড়াও হন। এ ঘটনার ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে।”
বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত প্রধান শিক্ষক হরিকান্ত সরকার দীপক কোনো সদুত্তর দিতে পারেননি।