ফতুল্লায় অর্ধসমাপ্ত রাস্তার কাজ বন্ধ: দুর্ভোগে হাজারো শ্রমিক

নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম মাসদাইর পাকাপুল থেকে সোহরাব মেম্বারের বাড়ি পর্যন্ত সড়ক উন্নয়ন কাজ শুরু হলেও অর্ধেক কাজ শেষ হওয়ার পর বাকি অংশের কাজ বন্ধ হয়ে আছে। তবে কেন এই কাজ আটকে আছে, সে বিষয়ে এলাকাবাসীর কাছে কোনো পরিষ্কার ধারণা নেই।
এলাকাবাসী জানায়, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো গার্মেন্টস শ্রমিক যাতায়াত করে। রাস্তার মাঝপথ কর্দমাক্ত ও ভাঙাচোরা থাকায় বর্ষা মৌসুমে দুর্ভোগ চরমে পৌঁছেছে। পাশাপাশি সড়কের দুই পাশে থাকা অবৈধ অটো গ্যারেজ ও অটো ওয়ার্কশপগুলো পথচারীদের চলাচলে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় প্রশাসনের কাছে এ সমস্যার সমাধানে দাবি জানিয়ে জেলা এনপিপির সিনিয়র সদস্য তানজিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইউএনওর সঙ্গে সাক্ষাৎ করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব ও জেলা এনপিপির সদস্য ফারদিন, ফতুল্লা থানা এনসিপির নেতৃবৃন্দ এই সাক্ষাতে উপস্থিত ছিলেন।
সাক্ষাতে ইউএনও সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান প্রধানও একাত্মতা প্রকাশ করেন।
এ সময় এলাকাবাসী ও এনসিপির পক্ষ থেকে নাঈম উদ্দিন সানি বলেন, “রাস্তার অসমাপ্ত কাজ ও অবৈধ দখল দুর্ভোগ বাড়িয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, দ্রুত উদ্যোগ নিয়ে জনগণের ভোগান্তি লাঘব করুন।”