ফতুল্লায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে ছুরিকাহত পুলিশ কর্মকর্তা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ওয়ারেন্টভুক্ত এক মাদক মামলার পলাতক আসামিকে গ্রেফতার করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সামছুল হক সরকার। বুধবার (২৩ জুলাই) রাতে মাসদাইর ঘোষের বাগ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরে তাকে প্রথমে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে ও সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সামছুল হক সরকার সঙ্গীয় ফোর্সসহ মাসদাইরের ঘোষের বাগ এলাকায় ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামি মো. জাহিদ কে ধরতে অভিযানে যান।
তবে তাকে না পেয়ে ফেরার পথে পেছন থেকে জাহিদের সহযোগীরা এসআই সামছুল হক সরকারের ডান হাতের কনুইয়ের নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ওসি আরও জানান, পরে পুলিশের আরও একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাদকসহ ছয়জনকে আটক করে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।