সোনারগাঁয়ে তিন দিনব্যাপী বউমেলা শুরু

সনাতন ধর্মাবলম্বীদের বাংলা বর্ষপঞ্জি অনুসারে নববর্ষের প্রথম দিনে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শতবর্ষী বটগাছের নিচে সিদ্ধেশ্বরী পূজার আয়োজন হয়েছে। পরিবার ও দেশের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় নারীরা দল বেঁধে এই পূজায় অংশ নেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সোনারগাঁ উপজেলার জয়রামপুর গ্রামে আয়োজিত এই পূজাকে ঘিরে তিন দিনব্যাপী মেলা বসে, যা স্থানীয়ভাবে ‘বউমেলা’ নামে পরিচিত। নারীপ্রধান এই আয়োজন এখন আশপাশের সব সম্প্রদায়ের মানুষের মিলনমেলায় রূপ নিয়েছে।
স্থানীয়রা জানান, প্রায় একশ বছর আগে জয়রামপুর গ্রামের এক বটগাছকে সিদ্ধেশ্বরী কালীদেবীর রূপে পূজা করার প্রচলন শুরু হয়। প্রাথমিকভাবে বাড়ির নববধূদের নিয়ে শুরু হলেও সময়ের পরিক্রমায় বিভিন্ন বয়সের নারীরা এতে অংশ নিতে শুরু করেন। গাছটির গোড়ায় বিভিন্ন বয়সী নারীরা মাটি ও কড়ি দিয়ে মনোবাসনার পূরণ কামনা করেন। পরিবারের সদস্যসংখ্যা অনুযায়ী বারবার মাটি দেওয়া হয় বলেও জানান পূজারীরা।
এই গাছটি এলাকাজুড়ে ‘সিদ্ধেশ্বরী কালীতলা’ নামে পরিচিত হলেও স্থানীয়ভাবে এটি ‘বউতলা’ নামে বেশি পরিচিত। পুরুষদের উপস্থিতি সীমিত থাকলেও তারা মেলায় অংশ নিয়ে থাকেন।
পূজা উপলক্ষে নারীরা মৌসুমী ফল দিয়ে বটগাছের নিচে লাইন ধরে পূজা দেন, পরে সেগুলো প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। পূজার দিন ভোর থেকেই স্নান সেরে নারীরা গাছতলায় উপস্থিত হন এবং দেবী সিদ্ধেশ্বরীর কাছে পরিবারের মঙ্গল কামনা করেন।
পূজার আয়োজক নিলুৎপল রায় জানান, “শুরুর দিকে এই পূজা ছিল শুধুই নারীদের জন্য। জামাইদের নিমন্ত্রণ জানানো হলেও তারা পূজায় অংশ নিতেন না। সেই থেকেই এই মেলার নাম হয়ে যায় ‘বউমেলা’। নববর্ষের প্রথম দিনে দেশবাসীর মঙ্গল কামনায় এই পূজা অনুষ্ঠিত হয়ে আসছে।”
একজন পূজারত নারী জানান, “আমরা ছোটবেলা থেকেই এ গাছে পূজা দিয়ে আসছি। আমাদের বিশ্বাস, সিদ্ধেশ্বরী দেবীর কাছে এইভাবে প্রার্থনা করলে পারিবারিক শান্তি ও সমৃদ্ধি আসে।”