১৬ জুলাই ২০২৫

প্রকাশিত: ১৮:৫৫, ৮ আগস্ট ২০২২

আপডেট: ১৮:৫৫, ৮ আগস্ট ২০২২

ফতুল্লায় ফেন্সিডিলসহ যুবক গ্রেফতার

ফতুল্লায় ফেন্সিডিলসহ যুবক গ্রেফতার

প্রেস নারায়ণগঞ্জ: ফতুল্লায় ১৯ বোতল ফেন্সিডিল সহ সাদ্দাম (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন ফতুল্লা মডেল থানার মাসদাইর তালা ফ্যাক্টরীর মান্নানের বাড়ীর ভাড়াটিয়া জিন্নাত আলীর পুত্র।

রোববার (৭ আগস্ট) দুপুরে ফতুল্লা মডেল থানার মাসদাইর শহীদ সাব্বির আলম খন্দকার সড়কস্থ নুর ভিলা নামক একটি নির্মাণাধীন ভবনের নীচতলা থেকে সাদ্দামকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ১৯ বোতল ফেনসিডিল।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিদর্শক জেরিন সুলাতানার নেতৃত্বে একটি দল রোবাবার দুপুর তিনটার দিকে মাসদাইর শহীদ সাব্বির আলম খন্দকার সড়কস্থ নুর ভিলা নামক একটি নির্মাণাধীন ভবনের নীচতলায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সাদ্দামকে। পরবর্তীতে তার দেখানে মতে ভারতীয় নিষিদ্ধ ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে সোমবার ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়