ফতুল্লার ৪ ইউনিয়নে ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
নারায়ণগঞ্জ সদর উপজেলার চার ইউনিয়নে আগামী বুধবার (২৯ অক্টোবর) রাত থেকে টানা ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। হরিপুর টিবিএস এলাকায় আন্ডারগ্রাউন্ড ইন্টারলিংক অপসারণের কাজ চলায় এই সময় ওই এলাকার সব শ্রেণির গ্রাহক গ্যাস সরবরাহ থেকে বঞ্চিত থাকবেন।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) নিয়ন্ত্রণাধীন বাখরাবাদ–সিদ্ধিরগঞ্জ, বাখরাবাদ–ডেমরা এবং নরসিংদী–সিদ্ধিরগঞ্জ সঞ্চালন লাইন তিনটির মধ্যে হরিপুর টিবিএসের আন্ডারগ্রাউন্ড সংযোগ অপসারণের কাজ সম্পন্ন করা হবে।
এ কারণে আগামী বুধবার (২৯ অক্টোবর) রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সদর উপজেলার ফতুল্লা, কুতুবপুর, এনায়েতনগর ও কাশীপুর ইউনিয়ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় আবাসিক, বাণিজ্যিক, শিল্প, ক্যাপটিভ পাওয়ার ও সিএনজি ফিলিং স্টেশনসহ সব ধরনের গ্রাহক গ্যাস ব্যবহার করতে পারবেন না।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজ চলাকালে গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সকলের সহযোগিতা কামনা করেছে।





































