১৫ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১১, ১৪ অক্টোবর ২০২৫

ফতুল্লা সড়ক সংস্কার: জনদুর্ভোগ লাঘবে রিয়াদের উদ্যোগ

ফতুল্লা সড়ক সংস্কার: জনদুর্ভোগ লাঘবে রিয়াদের উদ্যোগ

ফতুল্লা এলাকায় চলাচলে চরম ভোগান্তি কমানোর লক্ষ্যে স্থানীয় উদ্যোগে সড়ক সংস্কার কাজ অব্যাহত রয়েছে। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নির্দেশে ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদল প্রধানের নেতৃত্বে শিবু মার্কেট থেকে কাঠের পুল, রেললাইন, বটতলা পোস্ট অফিস পর্যন্ত রাস্তার সংস্কার কাজ করা হচ্ছে।

গত কয়েকদিনের টানা বর্ষণে সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় ছোট ছোট যানবাহন, বিশেষ করে ব্যাটারি চালিত অটোরিকশা দুর্ঘটনার শিকার হচ্ছিল। এ অবস্থা রোধে স্থানীয়রা নিজ উদ্যোগে মেরামতের কাজ শুরু করেন।

সূত্র জানায়, সরকারি উদ্যোগ না আসায় স্থানীয়রা নিজ খরচে ইট, বালু ও খোয়া সংগ্রহ করে রাস্তার সংস্কার কাজ করছেন। এতে এলাকার সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেতে শুরু করেছেন এবং চলাচল সহজ হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়