মাদক মামলায় ছিলেন জেলে, বেরিয়ে হলেন খুন

মাদক মামলায় ৩ বছরের সাজা হয় নারায়ণগঞ্জের ফতুল্লার বাসিন্দা ৫০ বছর বয়সী মো. নয়নের। কয়েক মাস কারাবন্দি থাকার পর দশদিন আগে জামিনে বেরিয়েছিলেন। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে স্থানীয় একটি মার্কেটের পেছনে প্ল্যাস্টিকের ড্রামের ভেতর মিলেছে তার মরদেহ।
পুলিশ বলছে, অন্তত তিনদিন আগে তার মৃত্যু হয়েছে। গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন তিনি।
পলিথিনে মোড়ানো অর্ধগলিত মরদেহের দুই পায়ের হাঁটু থেকে নিচের অংশ ছিল কাটা। শরীরের ওই অংশ পাওয়া যায়নি বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
নিহত নয়ন ফতুল্লার পিলকুনি এলাকার আব্দুল সালামের ছেলে। তার মরদেহটি মিলেছে পাশের তক্কার মাঠ এলাকার মাওয়া সুপার মার্কেটের পেছনের একটি ফাঁকা জায়গায়।
ওসি বলেন, দুপুরে স্থানীয়রা ড্রামভর্তি মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে ড্রাম কেটে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
শুরুতে অজ্ঞাত হিসেবে মরদেহটি উদ্ধার হলেও পরে প্রযুক্তির সহযোগিতায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়।
প্রাথমিক তদন্তের বরাতে আনোয়ার হোসেন বলেন, নিহত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা ছিল। আদালতে ওই মামলায় তার ৩ বছরের সাজাও হয়। নিহত নয়ন মামলাটিতে কয়েক মাস সাজা খাটার পর দশদিন আগে জামিনে বের হন।
“নিহত ব্যক্তি দুʼটি বিবাহ করেছেন। দুই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ। তবে, এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের পেছনের রহস্য জানা যায়নি।”
এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হবে বলেও জানান তিনি।