২২ আগস্ট ২০২৫

প্রকাশিত: ২১:৫৩, ২১ আগস্ট ২০২৫

প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার

ফতুল্লায় মেলায় ঘুরতে নেওয়ার প্রলোভনে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি আওয়ালকে (৩০) গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর অপারেশন অফিসার মো. গোলাম মোর্শেদ।

গ্রেপ্তারকৃত আসামি আওয়াল (৩০) ফতুল্লা থানার পশ্চিম নয়ামাটি এলাকার মৃত আবু বক্কর মিয়ার ছেলে।

মামলার এজাহারে বলা হয়েছে, ১৩ বছরের ভিকটিম, যিনি বুদ্ধি প্রতিবন্ধী, গত ১৫ আগস্ট সন্ধ্যা ৬টার সময় তার খালাতো বোনের জামাইয়ের প্রলোভনে বাসা থেকে বের হয়। ভিকটিমকে মেলায় না নিয়ে ফতুল্লা থানাধীন পশ্চিম নয়ামাটি এলাকায় আওয়াল ও বোনের জামাই পালাক্রমে ধর্ষণ করে। রাত ১১টার দিকে ভিকটিম বাসায় ফেরার পর ভাইকে বিষয়টি জানায়।

ভিকটিমের ভাই বাদী হয়ে ফতুল্লা থানায় গণধর্ষণের মামলা দায়ের করেন। মামলার এজাহার নামীয় আসামিদের গ্রেপ্তারের জন্য র‌্যাব-১১ ও র‌্যাব-১ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের মাধ্যমে ২০ আগস্ট সন্ধ্যা ৬টার সময় গাজীপুর থানার শিমুলতলী এলাকা থেকে আওয়ালকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
 

সর্বশেষ

জনপ্রিয়