বন্দরে সাড়ে ৫ হাজার লিটার চোরাই ভোজ্য তেলসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে ৫ হাজার লিটার চোরাই ভোজ্য তেলসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টার দিকে বন্দর ইউনিয়নের বেজেরগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত শাহাদাত হোসেন (৩০) বন্দর ইউনিয়ন ভদ্রাসন এলাকার শফিউদ্দিন শেখের ছেলে ও শামীম (৩২) একই এলাকার আলতাফ হোসেনের ছেলে।
বন্দর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বেজেরগাঁও গ্রামের নাসির উদ্দিনের বাড়ির সামনে একটি গোডাউন ও চায়ের দোকানে চোরাই পামওয়েল কেনাবেচা হচ্ছে। পরে রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে শাহাদাত ও শামীমকে গ্রেপ্তার করা হয়। এসময় অন্য সহযোগীরা পালিয়ে যায়।
অভিযানে একটি লাল, একটি হলুদ ও ২৬টি নীল রঙের ড্রাম জব্দ করা হয়। প্রতিটি ড্রামে ২০০ লিটার করে মোট ৫ হাজার ৬০০ লিটার পামওয়েল পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। এছাড়া দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে চোরচক্রের সাথে যোগসাজশে চোরাই তেল কিনে বিক্রি করে আসছিল।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, এ ঘটনায় পেনাল কোডের ৪১৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়।