ফতুল্লায় বিএনপির ৩ নেতাকে অব্যাহতি

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির তিনটি ইউনিটের তিন নেতাকে অব্যাহতি দিয়েছে দল। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (২১ আগস্ট) তাদের অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া।
অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন: ফতুল্লা থানাধীন কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন এবং এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন।
ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা কোনো জবাব না দেওয়ায় দলীয় সিদ্ধান্তে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা ওই পদের কার্যক্রম থেকে বিরত থাকবেন।
তবে তাদের সকলেরই বিএনপির সাধারণ সদস্য পদ বহাল থাকবে বলেও জানান বারী ভূঁইয়া।