২২ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:১৬, ২১ আগস্ট ২০২৫

ফতুল্লায় এতিম শিশুদের নিয়ে জুলাই শহীদ ও আহতদের জন্য দোয়া

ফতুল্লায় এতিম শিশুদের নিয়ে জুলাই শহীদ ও আহতদের জন্য দোয়া

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত ও দ্রুত সুস্থতার কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে ফতুল্লার দাপা ইসলামিয়া শিশুসদন এতিমখানা মাদ্রাসার শিশু ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে এতিম শিশুদের জন্য দুপুরের খাবারেরও ব্যবস্থা করা হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা সদস্য সচিব জাবেদ আলম, এনসিপি শ্রমিক উইংসের তরিকুল ইসলাম পিয়াস, মহানগর যুগ্ম-সদস্য সচিব হাসান শিকদার প্রমুখ।
 

সর্বশেষ

জনপ্রিয়