১৩ ডিসেম্বর ২০২৫

প্রকাশিত: ১৬:৫৬, ২১ ডিসেম্বর ২০২০

আপডেট: ২১:১৩, ২১ ডিসেম্বর ২০২০

ইট পরিমাপে কারচুপি, ৩ ইটভাটাকে জরিমানা

ইট পরিমাপে কারচুপি, ৩ ইটভাটাকে জরিমানা

প্রেস নারায়ণগঞ্জ: পরিমাপে কারচুপি করায় নারায়ণগঞ্জের ফতুল্লার তিনটি ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২১ ডিসেম্বর) ফতুল্লার বক্তাবলী এলাকায় নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়৷

মো. সেলিমুজ্জামান জানান, সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী এলাকায় অবস্থিত ইট ভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, ইটভাটায় তৈরি ইট পরিমাপে কম। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৮ ধারা অনুযায়ী তিন ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় বক্তাবলী ব্রিকসকে ৫০ হাজার টাকা, মা ব্রিকস ফিল্ডকে ৫০ হাজার টাকা ও তোহা ব্রিক ম্যানুফেকচারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তিনি বলেন, নিয়ম অনুযায়ী ইটের সঠিক পরিমাপ হবে যথাক্রমে ২৪×১১.৫×৭ সেন্টিমিটার এবং ইটের উপরের নামফলকের পরিমাপ যথাক্রমে ১৩×৫×১ সেন্টিমিটার।

অভিযানে জেলা বাজার কর্মকর্তা ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন৷ সহযোগিতা করেছে জেলা পুলিশের একটি টিম।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়