২৭ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০৪, ২৭ ডিসেম্বর ২০২৫

বন্দরে ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বন্দরে ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ আওয়ামী লীগ নেতা ওমর ফারুককে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। তিনি বন্দর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা ওমর ফারুক বন্দর থানার মদনগঞ্জ শান্তিনগর এলাকার বাসিন্দা এবং রফিক মুন্সির ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার মদনগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল আনুমানিক ১১টায় বন্দর খেয়াঘাট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালায়। ওই ঘটনায় সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়