বন্দরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা
নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জের ধরে সাজিন (১৯) নামে এক যুবক ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী যুবক বন্দর ইউনিয়নের পদুঘর এলাকার মিন্টু মিয়ার ছেলে।
আত্মহত্যার ঘটনার খবর পেয়ে বন্দর থানার উপপরিদর্শক মোঃ ফারুক হোসেন ও সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
জানা গেছে, গত সোমবার (১ ডিসেম্বর) রাত ৭টা থেকে ১০টার মধ্যে কোনো এক সময়ে সাজিন তার নিজ বসতঘরে আত্মহত্যা করেন।
বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, “আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আত্মহত্যার কারণ জানতে পুলিশি তদন্ত চলমান রয়েছে।”





































