বন্দরে জায়গা নিয়ে বিরোধ: মারামারি মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দরে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে মারামারি মামলার এজাহারভুক্ত দুই আসামি বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন বন্দর থানার বাগদোবাড়িয়া এলাকার নূরুল ইসলাম মিয়ার ছেলে আব্দুল মতিন (৫৫) ও তার ছেলে সোহরাব (২৮)।
পুলিশ জানায়, শুক্রবার (২১ নভেম্বর) রাতে বাগদোবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে বন্দর থানায় দায়ের করা ২৭(১১)২৫ নম্বর মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।





































