১৯ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১৩, ১৮ নভেম্বর ২০২৫

বন্দরে ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বন্দরে ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাজী কবির হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বন্দর থানার কুড়িপাড়া এলাকার মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে তাকে বন্দর থানায় দায়ের করা ১৮(২)/২৫ নম্বর মামলায় আদালতে প্রেরণ করা হয়। এর আগে সোমবার (১৭ নভেম্বর) রাতে কুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ২০২৪ সকাল ১১টার দিকে বন্দর থানাধীন একরামপুর এলাকায় কদম রসুল কলেজের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থী আশিকের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা ও স্বেচ্ছাসেবক লীগ নেতা তাহাজ্জদসহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আশিককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।

এ ঘটনায় আহত শিক্ষার্থী আশিক বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার অন্যতম আসামি হিসেবে হাজী কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়