০৫ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০১, ৫ নভেম্বর ২০২৫

বন্দরে ছিনতাইকারীর কবলে মুন্সিগঞ্জের গণমাধ্যমকর্মী, আটক ১

বন্দরে ছিনতাইকারীর কবলে মুন্সিগঞ্জের গণমাধ্যমকর্মী, আটক ১
গ্রেপ্তার রানা

নারায়ণগঞ্জের বন্দরে মুন্সিগঞ্জের এক অজ্ঞাত গণমাধ্যমকর্মীকে পিটিয়ে তার সর্বস্ব লুট করার সময় স্থানীয় জনতা রানা (২৪) নামে এক ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে বন্দর থানায় দায়ের করা ২(১০)২৫ নম্বর মোটরসাইকেল চুরি মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়।

এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে বন্দর উপজেলার মদনপুর-টু-মদনগঞ্জ সড়কের হাজীপুর এলাকা থেকে জনতা ছিনতাইকারী রানাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আটক রানা বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা এলাকার রতন মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জ থেকে আসা এক গণমাধ্যমকর্মীকে ছিনতাইয়ের উদ্দেশ্যে মারধর করে তার সঙ্গে থাকা মালামাল লুটের চেষ্টা করে রানা। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করে। তবে ভুক্তভোগী নিজে থানায় লিখিত অভিযোগ না দেওয়ায় পুলিশ আটক ব্যক্তিকে পূর্বের মোটরসাইকেল চুরি মামলায় আদালতে প্রেরণ করে।

এলাকাবাসীর অভিযোগ, বন্দর উপজেলার মদনপুর-টু-মদনগঞ্জ সড়কের হাজীপুর ও হান্ডুরব্রিজ এলাকায় সম্প্রতি ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। প্রায় প্রতিরাতে এসব স্থানে ছিনতাই হচ্ছে বলে তারা জানান। এ অবস্থার অবসান ও নিরাপত্তা নিশ্চিত করতে বন্দর থানার ওসি লিয়াকত আলীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিকরা।

সর্বশেষ

জনপ্রিয়