বন্দরে ইয়াবাসহ মাদক কারবারি পলাশ গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৯০০ টাকাসহ নিহার উদ্দিন ওরফে পলাশ (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত পলাশ বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষারচর দক্ষিণপাড়া এলাকার মৃত শরীফ উদ্দিন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেনের নেতৃত্বে একটি দল মদনগঞ্জ লক্ষারচর উত্তরপাড়ায় পলাশের বসতবাড়িতে অভিযান চালায়। এসময় তার দেহ তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
পরে এসআই ফারুক হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বন্দর থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার পলাশকে বুধবার (৫ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
বন্দর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার নিহার উদ্দিন ওরফে পলাশ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিলেন।





































