৩১ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫০, ৩০ অক্টোবর ২০২৫

মুছাপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটের অভিযোগ

মুছাপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে বিএনপি নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলম মঞ্জু ও দুই মেম্বারের বিরুদ্ধে।

বন্দর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাওলাদ মাহমুদের অভিযোগ বুধবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মুছাপুরের বাজুরবাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলম মঞ্জু, ৬নং ওয়ার্ড মেম্বার মনোয়ার হোসেন, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী মেম্বার লাভলীসহ মোট ১৩ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিএনপি নেতা তাওলাদ মাহমুদ।

অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে নানা অপকর্ম ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। কয়েকদিন আগে তারা তার ওপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় তিনি বন্দর থানায় মামলা (নং-৫২, তারিখ: ২৯/১০/২০২৫) করেন।

তাওলাদের অভিযোগ, মামলাটি তুলে নেওয়ার জন্য অভিযুক্তরা তাকে নিয়মিত হুমকি দিয়ে আসছিল। মামলা না তোলায় বুধবার রাতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে হামলা চালায়। সে সময় বাড়িতে থাকা তার ভাতিজি আইরিন (৩০), বোন হোসনে আরা (৬৫) ও নাতি মো. নাওয়াদকে (৯) অস্ত্রের মুখে জিম্মি করে ভাঙচুর চালানো হয়।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা বাড়ির থাইগ্লাস, দরজা-জানালা ও আসবাবপত্র ভেঙে প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধন করে। পরে ঘরের ভেতর প্রবেশ করে আলমারিতে থাকা ১ লাখ ৫০ হাজার টাকা ও প্রায় সাড়ে ৮ লাখ টাকার স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

তাওলাদ মাহমুদ আরও অভিযোগ করেন, আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা মামলা তুলে না নিলে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার হুমকি দেয়। ফলে তিনি ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলম মঞ্জুরের ব্যবহৃত মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সর্বশেষ

জনপ্রিয়