১৬ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০২, ১৫ অক্টোবর ২০২৫

বন্দরে চুরির অপবাদে শিশুকে নির্যাতনের অভিযোগ

বন্দরে চুরির অপবাদে শিশুকে নির্যাতনের অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে চুরির অপবাদ দিয়ে ১১ বছরের এক শিশুকে আটকে রেখে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে বন্দর থানার রুপালী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুর মা লাভলী বেগম বাদী হয়ে ওইদিন রাতে বন্দর থানায় প্রতিবেশী রাকিব ও তার স্ত্রী রিয়া বেগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবার দীর্ঘদিন ধরে রুপালী আবাসিক এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে। লাভলী বেগম এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। মঙ্গলবার বিকেলে প্রতিবেশী রাকিব ও তার স্ত্রী রিয়া দোকান থেকে কিছু জিনিস আনার কথা বলে লাভলীর মেয়ে লামিয়াকে (১১) তাদের ঘরে ডেকে নেয়।

কিছুক্ষণ পর রাকিব ও রিয়া লাভলীর বাসায় এসে অভিযোগ করেন, লামিয়া নাকি তাদের বাসা থেকে টাকা চুরি করেছে। এরপর তারা অবুঝ শিশুটিকে নিজ ঘর থেকে জোরপূর্বক তুলে নিজেদের বাসায় নিয়ে যায় এবং ৩ থেকে ৪ ঘণ্টা আটকে রেখে নির্মমভাবে নির্যাতন চালায়।

পরে স্থানীয়দের সহায়তায় লাভলী বেগম তার মেয়েকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা খানপুর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশুটির পরিবারের দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

সর্বশেষ

জনপ্রিয়