বন্দরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

ছয় মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন আব্দুল মোনেম লিমিটেডের সেন্ট্রাল ওয়ার্কশপের শ্রমিকরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে বন্দর উপজেলার জাঙ্গাল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
শ্রমিকরা জানান, জাঙ্গাল এলাকায় অবস্থিত আব্দুল মোনেম লিমিটেডের সেন্ট্রাল ওয়ার্কশপে সিকিউরিটি গার্ডসহ শতাধিক শ্রমিক কর্মরত আছেন। কর্তৃপক্ষ গত ছয় মাস ধরে বেতন প্রদানের আশ্বাস দিলেও এখনো তা পরিশোধ করেনি। এতে পরিবার-পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। নিরুপায় হয়ে মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন তারা।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। কর্তৃপক্ষের পক্ষ থেকে এক সপ্তাহের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বেতন না পেলে তারা আবারও মহাসড়ক অবরোধ করতে বাধ্য হবেন।
এ বিষয়ে সেন্ট্রাল ওয়ার্কশপের ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, “আগামী এক সপ্তাহের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।”