১৭ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১২:৩৭, ১৬ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:৪২, ১৬ ডিসেম্বর ২০২৫

আড়াইহাজারে মাথাবিহীন অজ্ঞাত মরদেহ উদ্ধার

আড়াইহাজারে মাথাবিহীন অজ্ঞাত মরদেহ উদ্ধার

আড়াইহাজারের মাহমুদপুরে মাথাবিহীন অজ্ঞাত এক পুরুষের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে মাহমুদপুর শ্রীনিবাসদী এলাকার একটি চকে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশ স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “সকালে অজ্ঞাত এক ব্যক্তির মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ ধারণা করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। বাকিটা পরিচয়, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে জানা যাবে।”

সর্বশেষ

জনপ্রিয়