১৭ অক্টোবর ২০২৫

প্রকাশিত: ১৯:৩০, ৬ জুলাই ২০১৯

আপডেট: ২২:০০, ৬ জুলাই ২০১৯

আড়াইহাজারে ‘মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক’ কেন্দ্র উদ্বোধন

আড়াইহাজারে ‘মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক’ কেন্দ্র উদ্বোধন

প্রেস নারায়ণগঞ্জ: ইসলামী ফাউন্ডেশন ও গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে আড়াইহাজারে শনিবার (৬ জুলাই) ‘উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক’ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা এসএম মাজহারুল হক অডিটোরিয়ামে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু। ইউএনও সোহাগ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ জাকির হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেন, নারায়ণগঞ্জ ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক ফজলুল হক, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রোমান, থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, থানা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ছাত্রলীগের সভাপতি মামুন অর রশীদ, আড়াইহাজার পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ মোল্লা, আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি মুজাম্মেল হক জুয়েল, সাবেক ভিপি আমির হোসেন, মাও. মহসিন ও ফখরুল ইসলাম প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়