১২ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৮, ৭ মে ২০২৫

ফতুল্লার মুসলিমনগরে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে স্থানীয়রা

ফতুল্লার মুসলিমনগরে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে স্থানীয়রা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মুসলিমনগরে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার শিকার হচ্ছে এলাকাবাসী। ফতুল্লার বিসিক সড়কের নয়াবাজার এলাকায় ড্রেন সরু হওয়ায় পানি সরতে না পারায় রাস্তায় হাঁটুপানি জমে রয়েছে। এতে করে নারী-পুরুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা প্রতিদিন ময়লা পানি ভেঙে চলাচল করতে বাধ্য হচ্ছেন।

এলাকাবাসী অভিযোগ করেছেন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সু-নজর না থাকায় সমস্যার কোনো সমাধান হচ্ছে না। নয়াবাজার এলাকার বাসিন্দা মো. আলম মিয়া জানান, “দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। দ্রুত এ সমস্যা সমাধানে উদ্যোগ নিতে হবে।”

ব্যবসায়ী মফিজুল ইসলাম স্বপন বলেন, “রাস্তার পাশের মসজিদে মুসল্লীরা ঠিকমতো আসা-যাওয়া করতে পারছেন না। অনেকের ব্যবসা এমন পর্যায়ে চলে গেছে যে দোকান ভাড়াও দিতে পারছেন না।”

এদিকে, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য আব্দুল জলিল জানিয়েছেন, “জলাবদ্ধতা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ইতোমধ্যে ইউএনও স্যারকে অবহিত করা হয়েছে।”

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ

জনপ্রিয়