১৭ মে ২০২৫

প্রকাশিত: ২১:২৮, ২৬ নভেম্বর ২০১৭

আপডেট: ১৫:২৫, ১৫ জানুয়ারি ২০১৮

জেলা আ:লীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকা

জেলা আ:লীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকা

প্রেস নারায়ণগঞ্জ: নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শনিবার রাতে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন।

গত বছরের ৯ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের আগে কেন্দ্র থেকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে সাবেক জেলা পরিষদ প্রশাসক আবদুল হাই ও জেলা যুব লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো: শহীদ বাদলকে সাধারণ সম্পাদক করা হয়। আর নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে রাখা হয়।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই পূর্ণাঙ্গ কমিটি গঠনের সত্যতা স্বীকার করে প্রেস নারায়ণগঞ্জকে জানান, ৭৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়ার কথা। সোমবার বিকাল ৪.১৫ পর্যন্ত তিনি পূর্ণাঙ্গ কমিটির কপি হাতে পাননি বলে জানান। গত কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশনে গঠনতন্ত্র সংশোধন করে জেলা কমিটির সদস্য সংখ্যা ৭১ থেকে বাড়িয়ে ৭৫ করা হয়েছেও বলে তিনি জানান। 

বিভিন্ন সূত্রে জানা গেছে কমিটির ৫টি পদ খালি রেখে ৭৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে। 

খালি পদগুলো হলো-সহ-সভাপতি একজন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, এবং ২টি সদস্য পদ। এই পদগুলো পরে পূরন করা হবে।

 

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়