নির্বাচনে কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না: মেজর আয়াজ
নির্বাচন কেন্দ্রিক কোন বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আয়াজ আব্দুল্লাহ। তিনি বলেছেন, “কোনো বিশঙ্খলা বরদাস্ত করা হবে না; সে যেই হোক না কেন। মাঠ পর্যায়ে সকল জায়গায় আমাদের সোর্স রয়েছে। সাদা পোশাকের লোকজন আছে এবং আপনারা সেটা উপলব্ধি করছেন। আপনাদের কাছ থেকে যদি সহায়তা পাই তাহলে আমাদের এত কঠোর হওয়া লাগবে না। কিন্তু যারা খারাপ তাদের ক্ষেত্রে কঠোর হতেই হবে এবং আমি আশা করি আমরা কেউ খারাপ নই।”
শনিবার (৩১ জানুয়ারি) সকালে বন্দর উপজেলা অডিটরিয়মে নির্বাচনী প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “গত ১৮-১৯ মাস যাবত সেনাবাহিনী নারায়ণগঞ্জে মোতায়েন আছে। কাজ করার সুবাদে এলাকার পরিস্থিতি, মানুষের মানসিকতা এবং সকল ধরনের অ্যানালিটিক্যাল ডাটা আমাদের কাছে প্রস্তুত আছে। তাই আসন্ন জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর পক্ষ থেকে আইনশৃঙ্খলা ঠিক করতে আমাদের বেগ পেতে হবে না। সেনাবাহিনীর পক্ষ থেকে আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু, সম্পূর্ণ নিরপেক্ষভাবে, জবাবদিহিতামূলক, স্বচ্ছ নির্বাচন প্রশাসনিকভাবে পরিচালনা করা হবে। কিন্তু এই অঙ্গীকার দেয়ার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সহযোগিতা প্রয়োজন। আপনারা যদি আচরণবিধি সম্পূর্ণভাবে মেনে চলেন তথা এই সংসদীয় নির্বাচনের ক্ষেত্রে সকলের ভোটাধিকার প্রয়োগে সচেষ্ট হন, সাহায্য করেন তাহলে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে।”
সকলের সহযোগিতা কামনা করে মেজর আয়াজ আব্দুল্লাহ বলেন, “আমরা আশা করি আসন্ন ১২ তারিখের জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে হবে। আপনারা আমাদেরকে সহায়তা করবেন, আমরাও সহায়তা করব। উদ্দেশ্য একটাই সুষ্ঠু নির্বাচন।”





































