সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া
বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সিদ্ধিরগঞ্জে দোয়া, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকার ৩নং ওয়ার্ড বিএনপির কার্যালয় প্রাঙ্গণে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের যুগ্ম-আহ্বায়ক কাজী শাকিল ও ৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক সুজন মিয়ার উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ছাইফুল ইসলাম ছাদু, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ রানা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফেরদৌস হোসেন, ৩নং ওয়ার্ড শ্রমিকদলের সহ-সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান, ৩নং ওয়ার্ড বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ রিপন, লিটন, বাঁধন, সুমন, ইমন, রনি, তামিম, জাবেদ, ইয়াছিন প্রমুখ নেতাকর্মীরা।
দোয়া ও মিলাদ মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আকবর হোসেন বলেন, “সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা ও বাংলাদেশের মাটি ও মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন। মহান আল্লাহ তায়ালা যেন তাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে স্থান দেন।”
তিনি আরও বলেন, “গত ৩০ ডিসেম্বর আমাদের নেত্রী আমাদের ছেড়ে অনন্তকালের পথে পাড়ি জমিয়েছেন। এমন নেত্রী আমরা আর কখনো পাবো না। তাই সবাই যেন তার রুহের মাগফিরাত কামনায় নিয়মিত দোয়া করেন।”
দোয়া ও মুনাজাত শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।





































