০৯ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৮, ৭ জানুয়ারি ২০২৬

ধানের শীষই এখন খেজুর গাছ, খেজুর গাছই ধানের শীষ: রিয়াদ

ধানের শীষই এখন খেজুর গাছ, খেজুর গাছই ধানের শীষ: রিয়াদ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফতুল্লা থানা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিল শেষে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ফতুল্লা মডেল থানার রেলস্টেশন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার।

প্রধান বক্তার বক্তব্যে রুহুল আমিন শিকদার বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট থেকে মনির হোসেন কাশেমীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা সবাই খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এ আসন উপহার দেবো।

তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের অন্যান্য প্রার্থীদের ইঙ্গিত করে বলেন, যারা আজ নিজেদের নির্যাতিত দাবি করছেন, তাদের উদ্দেশে বলতে চাই—জিয়া পরিবার থেকে কখনো কেউ নির্যাতিত হয়নি। সেই পরিবার থেকেই মনোনয়ন দেওয়া হয়েছে। যারা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করছেন, তারাই দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করছেন।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের দুটি গুরুত্বপূর্ণ আসন (নারায়ণগঞ্জ-৩ ও ৪) থেকে একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছেন, যাকে বিএনপি কোনো আসনেই মনোনয়ন দেয়নি। অপর এক স্বতন্ত্র প্রার্থী আন্দোলনে সক্রিয় ছিলেন না এবং দীর্ঘদিন নেতা-কর্মীদের খোঁজ নেননি। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় তিনি বিএনপি নেতা-কর্মী ছাড়াই মাঠে নেমেছেন।

রুহুল আমিন শিকদার বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তারা ইতোমধ্যে দল থেকে বহিষ্কৃত। এখনো তারা বিএনপির নাম ব্যবহার করে ভোট প্রার্থনা করছেন। যারা ভাইয়ের রাজনীতি বা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করেন, তারাই তাদের সঙ্গে রয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া দেশের মানুষ ও গণতন্ত্রের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত আপোষ করেননি। ব্যক্তিগত স্বার্থ চিন্তা করলে তিনি জেল খাটতেন না বা উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারতেন।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ। যারা জিয়া পরিবারকে ভালোবাসেন এবং তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাস করেন, তারা কখনোই বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেবেন না। মনির হোসেন কাশেমী তারেক রহমানের মনোনীত প্রার্থী। আইনি জটিলতার কারণে তিনি এবার খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ধানের শীষই এখন খেজুর গাছ—খেজুর গাছই ধানের শীষ।

ফতুল্লা থানা ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকীর সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তাইজুল ইসলাম আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা শ্রমিক দলের সদস্য সচিব আল আমিন, যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম, ফতুল্লা ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা অরুন, ফতুল্লা থানা তাঁতী দলের সভাপতি ইউনুস মাস্টার ও সাধারণ সম্পাদক মীর ইমন।

সর্বশেষ

জনপ্রিয়