খালেদা জিয়া দেশের স্বার্থে কখনো ছাড় দেননি: সাগর
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর।
রাকিবুর রহমান সাগর বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাতের পর তিনি গৃহবধু থেকে রাজপথে নেমে এসে একের পর এক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, দেশের স্বার্থে কখনো ছাড় দেননি।”
তিনি বলেন, “বেগম খালেদা জিয়াকে নানা প্রলোভন দেখানো হয়েছিল বিদেশে গিয়ে চিকিৎসা ও আরাম-আয়েশের জীবন বেছে নিতে। কিন্তু তিনি বলেন— ‘এই দেশ, এই মাটি আমার’। তিনি দেশের মাটিতেই থাকতে চেয়েছেন। আল্লাহ তার সেই ইচ্ছা কবুল করেছেন। আমরা দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”
সাগর আরও বলেন, “দেশনেত্রী কখনো বলেননি বিএনপি ক্ষমতায় আসতে চায়। তিনি বলেছেন— দেশের মানুষ ভোটাধিকার ফিরে পাক, গণতন্ত্র ফিরে পাক। ১৭ বছর আন্দোলন করতে করতেই তিনি পরকালে চলে গেছেন। তার অসমাপ্ত কাজ সম্পন্ন করার দায়িত্ব এখন ছাত্রদলের।”
তিনি বলেন, “বিগত ১৭ বছর সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের নেতা-কর্মীরা ভয় উপেক্ষা করে রাজপথে ছিল। পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে কর্মসূচি পালন করেছে। এখন আমাদের দায়িত্ব— সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করা, যাতে কেউ ভোট চুরি বা জালিয়াতি করতে না পারে।”
তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমানের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ভাইকে ও ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে পারলেই দেশনেত্রী খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে। ছাত্রদল ছিল খালেদা জিয়ার ভ্যানগার্ড, সেই ভূমিকা আমাদের পালন করতেই হবে।”
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর, সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক সিকদারসহ নারায়ণগঞ্জ মহানগর, সিদ্ধিরগঞ্জ থানা, নারায়ণগঞ্জ কলেজ ও তোলারাম কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।





































