খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ১৭নং ওয়ার্ড বিএনপির দোয়া
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) রাতে নাসিক ১৭ নম্বর ওয়ার্ডে জিমখানা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও যুবদল নেতা একেএম মাজহারুল ইসলাম জোসেফ।
অনুষ্ঠানে বিশেষ দোয়ার মাধ্যমে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়। এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর জন্যও বিশেষ দোয়া করা হয় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহযুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর বেপারী, যুবদল নেতা শফিকুল ইসলাম মুক্ত, মহানগর বিএনপির সদস্য মোস্তাকিম শিপলু, যুবদল নেতা আল মামুন, মোয়াজ্জেম হোসেন ও মো. পলাশ প্রমুখ।





































