এটিএম কামালের মায়ের মৃত্যুতে আল আমিনের শোক
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের মা শাহানা খানম চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৫ জানুয়ারি) বিকেল আনুমানিক সাড়ে ৪টায় নগরীর মিশনপাড়াস্থ নিজ বাসভবন সোনারগাঁও ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল আমিন।
এক শোকবার্তায় আব্দুল্লাহ আল আমিন বলেন, “শাহানা খানম চৌধুরী ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক এবং রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের একজন সক্রিয় ব্যক্তিত্ব। তাঁর ইন্তেকালে সমাজ একজন গুণী অভিভাবককে হারালো।”
তিনি আরও বলেন, “আমি মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করি তিনি যেন মরহুমার ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করেন (আমিন)।”





































