০৭ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১৮, ৫ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়া ও শাহানা খানমের স্মরণে শোকসভা ও দোয়া

খালেদা জিয়া ও শাহানা খানমের স্মরণে শোকসভা ও দোয়া

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের মা, মহিলা দলের নেত্রী শাহানা খানম চৌধুরীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বাদ আসর নগরীর মিশনপাড়াস্থ সোনারগাঁ ভবনে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ভোরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। অপরদিকে, মহিলা দলের নেত্রী শাহানা খানম চৌধুরী সোমবার (৫ জানুয়ারি) বিকেলে নিজ বাসভবন সোনারগাঁ ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, শওকত হাসেম শকু, মনির হোসেন খান, ফকরুল ইসলাম মজনুসহ মহানগর ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়া ও শাহানা খানম চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়