০৭ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪০, ৫ জানুয়ারি ২০২৬

এটিএম কামালের মায়ের মৃত্যুতে সিরাজুল মামুনের সমবেদনা

এটিএম কামালের মায়ের মৃত্যুতে সিরাজুল মামুনের সমবেদনা

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের মায়ের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুন।

সোমবার (৫ জানুয়ারি) এটিএম কামালের মায়ের মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে তিনি নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়াস্থ বাসভবনে ছুটে যান। এ সময় সিরাজুল মামুন মরহুমার পরিবারের সদস্যদের সান্ত¡না দেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।

জানা যায়, রাজনৈতিক পরিচয়ের বাইরে এবিএম সিরাজুল মামুন ও এটিএম কামালের পরিবারের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক রয়েছে। সিরাজুল মামুনের পিতা গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম হাবিবুর রহমান এবং এটিএম কামালের পিতা ছিলেন পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু। সেই সূত্রে ছোটবেলা থেকেই দুই পরিবারের মধ্যে আন্তরিক সম্পর্ক ও পারিবারিক যাতায়াত বজায় রয়েছে।

শোকবার্তায় এবিএম সিরাজুল মামুন বলেন, “আমাদের দুই পরিবারের সম্পর্ক বহু পুরনো। কামাল ভাইয়ের আব্বা ও আমার আব্বা ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। কামাল ভাই আমার আব্বার ছাত্রও ছিলেন। এই শোকের মুহূর্তে আমরা সবাই দোয়া করি, আল্লাহ তায়ালা যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন।”

এ সময় খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতি আব্দুল গনীসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়