এটিএম কামালের মায়ের মৃত্যুতে ড. তৈমূরের শোক
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের মা শাহানা খানম চৌধুরীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের সিনিয়র আইনজীবী ড. তৈমূর আলম খন্দকার।
এক শোকবার্তায় ড. তৈমূর আলম খন্দকার বলেন, “শাহানা খানম চৌধুরী ছিলেন একজন রতœগর্ভা মা। তিনি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনে সাহসী ভূমিকা রাখা একজন সন্তান জন্ম দিয়ে গেছেন। মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”
তিনি আরও বলেন, “আল্লাহ তায়ালা যেন মরহুমার শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।”
শোকবার্তায় ড. তৈমূর আলম খন্দকার মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
সোমবার (৫ জানুয়ারি) বিকেল সোয়া ৪টায় শহরের মিশনপাড়া এলাকার নিজ বাসভবনে শাহানা খানম চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন এবং বাসায় থেকেই চিকিৎসাধীন ছিলেন।





































